Posts

Showing posts from July, 2018

(30) পেনড্রাইভ,মেমরি কার্ড ফরম্যাট হচ্ছে না , জেনে নিন সহজ উপায় !!!

Image
                  পেনড্রাইভ,মেমরি কার্ড ফরম্যাট হচ্ছে না , জেনে নিন সহজ উপায় !!! অনেক সময় ভাইরাস বা অন্য কারনে ইউএসবি ডিস্ক (পেন ড্রাইভ, মেমরি কার্ড ইত্যাদি) ফরম্যাট নিতে চায় না।  বিভিন্ন কারনে ইউএসবি ডিস্ক (ফ্ল্যাশ ডিস্ক) ফরম্যাট দেয়ার প্রয়োজন পড়ে। ১) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃ এটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি। এক্ষেত্রে, যা করতে হবেঃ প্রথমে Start থেকে Run এ গিয়ে "cmd" লেখাটি টাইপ করে এন্টার দিন। যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন " Format K: "। লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে "Format K:" লেখা হয়েছে। এন্টার দিন। একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে। ২) এনটিএফএস ফরম্যাটঃ পেন ড্রাইভ/ মেমরি কার্ডকে সাধারনত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 এ সমস্যা হলে ডিস্কটিকে NTFS এ ফরম্যাট করা যায়। এজন্য My Computer থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর ডান বাটন ক্লিক করে Properti...

(29) Antivirus ছাড়া নিজেই মুছে ফেলুন শর্টকাট ভাইরাস।

Image
      Antivirus ছাড়া নিজেই মুছে ফেলুন শর্টকাট ভাইরাস। >> কম্পিউটার ব্যাবহার করেছে অথচ শর্টকাট ভাইরাসের মুখোমুখি হয়নি এমন মানুষ খুজে  পাওয়া খুবই কঠিন একটি কাজ। সাধারনত পেনড্রাইভ ও ম্যামরিকার্ড দ্বারা এই ভাইরাসের সাথে বেশিরভাগ মানুষের পরিচয় ঘটে । >> বেশ কিছু শর্টকাট রিমুভার সফটওয়্যার যা দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব । এছাড়াও আরো  কিছু পদ্ধতি অবলম্বন করলে কোন প্রকার  এন্টিভাইরাস ছাড়াই এই  ভাইরাস বা স্ক্রিপ্ট এর জ্বালাতন থেকে মুক্তি পাওয়া সম্ভব । পদ্ধতি ১ঃ প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে   Run  এ যান , এর পর সেখানে টাইপ করুন cmd তখনই  Command Prompt  চালু হবে । attrib -h -s -r -a /s /d X:*. উপরের কমান্ডটি লেখুন , শুধুমাত্র X  এর জায়গায় আপনার  যে ড্রাইভের ভাইরাস সরাতে চান সে ড্রাইভের নাম লেখুন ( যেমন virus  আক্রান্ত ড্রাইভের নাম  যদি f:  হয় তাহলে  কোডটি হবে  attrib -h -s -r -a /s /d f:*.  )  enter প্রেস করুন ।  তাহলেই দেখবেন অইড্রাইভের শর্টকাট ফাইলগুলো আ...

(28) যেভাবে হ্যাক হয় ফেসবুক একাউন্ট, পুনরুদ্ধারের পদ্ধতিসহ বিস্তারিত!

Image
                                           [মেগা পোষ্ট]         যেভাবে হ্যাক হয় FaceBook একাউন্ট,           পুনরুদ্ধারের পদ্ধতিসহ বিস্তারিত ! ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আমাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। কারণ একাউন্ট হ্যাক হওয়া মানে আমাদের ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে গেছে। এসময় অস্থির না হয়ে ঠাণ্ডা মাথায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এর জন্য কিছু প্রয়োজনীয় বিষয় জেনে নিতে হবে- ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিভাবে বোঝা যায়? ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা এ বিষয়ে প্রথমে নিশ্চিত হতে হবে। এক্ষেত্রে নিচের লক্ষণগুলো দেখা দিলেই আমরা বুঝবো ফেসবুক আইডি হ্যাক হ্যাক হয়েছে-   আপনার ইমেইল অথবা পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাওয়া। আপনার নাম অথবা তথ্য পরিবর্তন হয়ে যাওয়া। আপনার অজান্তে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো।  কাউকে ম্যাসেজ পাঠানো, যা আপনি পোষ্ট নি। কোন কিছু পোস্ট বা শেয়ার করা, যা  আপনি নি...