Posts

Showing posts with the label Computer Tips

(30) পেনড্রাইভ,মেমরি কার্ড ফরম্যাট হচ্ছে না , জেনে নিন সহজ উপায় !!!

Image
                  পেনড্রাইভ,মেমরি কার্ড ফরম্যাট হচ্ছে না , জেনে নিন সহজ উপায় !!! অনেক সময় ভাইরাস বা অন্য কারনে ইউএসবি ডিস্ক (পেন ড্রাইভ, মেমরি কার্ড ইত্যাদি) ফরম্যাট নিতে চায় না।  বিভিন্ন কারনে ইউএসবি ডিস্ক (ফ্ল্যাশ ডিস্ক) ফরম্যাট দেয়ার প্রয়োজন পড়ে। ১) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃ এটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি। এক্ষেত্রে, যা করতে হবেঃ প্রথমে Start থেকে Run এ গিয়ে "cmd" লেখাটি টাইপ করে এন্টার দিন। যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন " Format K: "। লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে "Format K:" লেখা হয়েছে। এন্টার দিন। একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে। ২) এনটিএফএস ফরম্যাটঃ পেন ড্রাইভ/ মেমরি কার্ডকে সাধারনত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 এ সমস্যা হলে ডিস্কটিকে NTFS এ ফরম্যাট করা যায়। এজন্য My Computer থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর ডান বাটন ক্লিক করে Properti...

(29) Antivirus ছাড়া নিজেই মুছে ফেলুন শর্টকাট ভাইরাস।

Image
      Antivirus ছাড়া নিজেই মুছে ফেলুন শর্টকাট ভাইরাস। >> কম্পিউটার ব্যাবহার করেছে অথচ শর্টকাট ভাইরাসের মুখোমুখি হয়নি এমন মানুষ খুজে  পাওয়া খুবই কঠিন একটি কাজ। সাধারনত পেনড্রাইভ ও ম্যামরিকার্ড দ্বারা এই ভাইরাসের সাথে বেশিরভাগ মানুষের পরিচয় ঘটে । >> বেশ কিছু শর্টকাট রিমুভার সফটওয়্যার যা দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব । এছাড়াও আরো  কিছু পদ্ধতি অবলম্বন করলে কোন প্রকার  এন্টিভাইরাস ছাড়াই এই  ভাইরাস বা স্ক্রিপ্ট এর জ্বালাতন থেকে মুক্তি পাওয়া সম্ভব । পদ্ধতি ১ঃ প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে   Run  এ যান , এর পর সেখানে টাইপ করুন cmd তখনই  Command Prompt  চালু হবে । attrib -h -s -r -a /s /d X:*. উপরের কমান্ডটি লেখুন , শুধুমাত্র X  এর জায়গায় আপনার  যে ড্রাইভের ভাইরাস সরাতে চান সে ড্রাইভের নাম লেখুন ( যেমন virus  আক্রান্ত ড্রাইভের নাম  যদি f:  হয় তাহলে  কোডটি হবে  attrib -h -s -r -a /s /d f:*.  )  enter প্রেস করুন ।  তাহলেই দেখবেন অইড্রাইভের শর্টকাট ফাইলগুলো আ...

(27) Computer এ Shortcuts আপনাদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস।

Image
             আপনাদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস # CTRL +SHIFT + T একসাথে প্রেস করলে সবশেষে বন্ধ করা ট্যাব ওপেন হবে। # CTRL চেপে ধরে কোনো লিংক এ ক্লিক করলে সেটা নতুন ট্যাব এ ওপেন হবে। # CTRL  +SHIFT + P প্রেস করলে নতুন Incognito window ওপেন হবে। "" আশা করি এই টিপস গুলো আপনাদের কাজে লাগবে । এই   ভিডিও   টি   যদি   আপনাদের   কাছে   ভাল   লাগে   অবশ্যই   আমাদের   YouTube   Channel   টিকে   Subscribe   করবেন   এবং   share ,   Like ,   comments   করে   আপনার   মতামত   দিবেন।   *>>  ( Clik   Facebook   &   YouTube   User )  <<* ফেসবুক পেজ   - ফেসবুক   গ্রুপ - ইউটিউব চ্যানেল - ""   ধন্যবাদ   সবাইকে ।

(24) Windows 8, Windows 10 ব্যাবহারকারীরা ক্ষতিকর র‍্যানসামওয়্যার এবং পেট্যায়া ভাইরাস থেকে যেভাবে নিজের কম্পিউটারকে রক্ষা করবেন তার নিয়ামবলী।

Image
জরুরী সতর্কবার্তাঃ Windows 8 , Windows 10 ব্যাবহারকারীরা ক্ষতিকর র‍্যানসামওয়্যার এবং পেট্যায়া ভাইরাস থেকে যেভাবে নিজের কম্পিউটারকে রক্ষা করবেন তার নিয়ামবলী। প্রথমে, Start menu তে গিয়ে Windows Defender Security Center ওপেন করুন। এরপর Virus & Threat Protection অপশনে প্রবেশ করে ফিচারটি অন করে দিন। অতিরিক্ত সতর্কতা হিসেবে কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল গুলো ফোল্ডারে নিয়ে সেই ফোল্ডারটি প্রটেক্ট করে রাখতে পা রেন। Start menu তে গিয়ে Windows Defender Security Center ওপেন করুন। Virus & Threat Protection settings section অপশনে প্রবেশ করুন। ' Protected folders ' এ ক্লিক করে সেখানে গিয়ে আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডার গুলো প্রটেক্ট করে ফেলতে পারবেন। আপনি যদি Windows 8 , Windows 10 ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে এই নিয়ামবলী অনুসরন করলেই ক্ষতিকারক এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। অক্লান্ত সমর্থনের জন্য ধন্যবাদ।   *>>  ( Clik   Facebook   &   YouTube   User )  <<* ফেসবুক পেজ   - ফেসবুক  গ্রুপ - ইউটিউব চ্যানে...

(23) ESET Antivirus 2018 ফুল লাইসেন্স কি সহ ডাওনলোড করেনিন এখনই।

Image
ESET Antivirus একটি খুবই জনপ্রিয় এন্টিভাইরাস, এন্টিভাইরাসটি শক্তিশালী মালয়্যার, টরজান, এবং শক্তিশালী সব ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম, আমার মতে এন্টিভাইরাসটী খুব ভালো এবং কম্পিউটারকেও অনেক ফাস্ট রাখে। একনজরে দেখেনিন ফিচারগুলিঃ ইন্টারনেট প্রটেকশনঃ কোনরকম দুশ্চিন্তা ছারাই ব্যবহার করতে থাকুন ইন্টারনেট পাচ্ছেন সম্পুরন্য সুরক্ষ্যা। পিসি স্লো হবে নাঃ বেশিরভাগ এন্টিভাইরাস গুলি ব্যবহারের ক্ষত্রে কম্পিউটার খুব স্লো হয়ে যায়, কিন্তু  ESET Antivirus আপনার কম্পিউটারকে স্লো করবে না । ব্যবহারে সহজ। স্ক্রিপ্ট টাইপের এট্যাক প্রটেকশন। > এন্টিভাইরাসটির বর্তমান বাজার মূল্য   $39.99 ডলার, এখানে আপনি ফ্রিতেই পাচ্ছেন এন্টিভাইরাসটি তো আর দেরি কিসের ডাওনলোড করে নিন এখনি ঃ   ডাওনলোড লিঙ্ক >   ডাওনলোড হয়ে গেছে ? এইবার ইন্সটল এবং ক্র্যাক করার পালা, চলুন দেখে নেয়া যাক কিভাবে ক্র্যাক করবেন । > প্রথমে রার ফাইলটি এক্সট্রাক করুন আপনার কাজ হয়ে গেছে ।   *>>  ( Clik   Facebook   &   YouTube   User )  <...