(15) কম্পিউটার এ windows 7, 8, 8.1, 10 এ GodMode নামে একটা option আছে ।
আমরা হয়তো অনেকেই জানিনা যে ,
আমরা যারা কম্পিউটার এ windows 7, 8, 8.1, 10
এ GodMode নামে একটা option আছে ।
আজ আপনারা জানতে পারবেন কীভাবে GodMode option চালু করতে হয় ? টার আগে জেনে নেই । GodMode option টা কি এবং এটা কি কাজে লাগে ?
GodMode option চালু থাকলে আপনি এক সাথে অনেকগুলো option পাচ্ছেন যা আপনার কম্পিউটার ব্যাবহার করার সময় নানান কাজে আপনাকে অনেক setting পরিবর্তন করতে হয় । আর এর জন্য আপনাকে বার বার control panel এ গিয়ে সব কিছু করতে হয় যা অনেক ঝামেলার । কিন্তু আপনি যদি GodMode option টি চালু রাখেন তাহলে এক সাথে অনেক প্রয়োজনীও option এক সাথে পেয়ে যাচ্ছেন , যা আপনার সময় বাঁচাবে । তাহলে আর কথা না বারিয়ে চলুন দেখা যাক কীভাবে এত করতে হয় ?
ধাপ-১ঃ প্রথমে আপনি আপনার কম্পিউটার এর desktop এ যান এবং right button ক্লিক করে new folder তৈরি করুন ।
ধাপ-২ঃ এরপর আপনি ঐ ফোল্ডার টি rename করুন এবং rename এর জায়গায় নিচের কোড দুটির যে কোন একটি কপি করে পেস্ট করুন । তারপর দেখুন ম্যাজিক !
GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
or,
{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
***এই ধরনের আরও টিপস-ট্রিকস, অফার এবং শিক্ষামূলক পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন***
এই ভিডিও টি যদি আপনাদের কাছে ভাল লাগে অবশ্যই আমাদের YouTube Channel
টিকে Subscribe করবেন এবং share, Like, comments করে আপনার মতামত দিবেন|
*>> (Clik Facebook & YouTube User) <<*
"" ধন্যবাদ সবাইকে।




Comments