(20) অনেক সময় PC’র র্যাম কম থাকলে PC slow হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়।
অনেক সময় PC’র র্যাম কম থাকলে PC slow হয়ে যায়।
ভার্চুয়াল মেমোরি
বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়।
এর জন্য- My Computer এ মাউস রেখে right button ক্লিক করে properties-e যান। এখন advance এ ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন। আবার advance -এ ক্লিক করুন। এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে
সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size এ আপনার PC’র র্যামের দ্বিগুণ এবং Maximum size এ র্যামের চারগুন দিলে ভাল
হয়।
এই ভিডিও টি যদি আপনাদের কাছে ভাল লাগে অবশ্যই আমাদের YouTube Channel
টিকে Subscribe করবেন এবং share, Like, comments করে আপনার মতামত দিবেন|
*>> (Clik Facebook & YouTube User) <<*
"" ধন্যবাদ সবাইকে।

Comments